জেলা প্রতিনিধি, সিটিজেন নিউজ: আনোয়ারায় কোরিয়ান রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (কেইপিজেড) একটি রেস্টহাউস (ব্যাম্বু হাউস) বৈদ্যুতিক গোলযোগ থেকে ঘটা অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইপিজেড কর্তৃপক্ষ।
রোববার (২৫ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ কন্ট্রোল রুমের অপারেটর শাহিদুর রহমান সিটিজেন নিউজকে বলেন, আনোয়ারায় কেইপিজেডের কমর্কর্তাদের জন্য তৈরি একটি রেস্টহাউসে অগ্নিকাণ্ড হয়। এটিকে তারা বলে ব্যম্বোহাউস। অগ্নিকাণ্ডে কেউ আহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি জানান, বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আনোয়ারা ও নগরের লামাবাজার ফায়ার ইউনিটের চারটি গাড়ি প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।