নিজস্ব প্রতিবেদক, সিটিজেন নিউজ: যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের (সিএসসি) পক্ষ থেকে ব্রিটিশ কাউন্সিল কমনওয়েলথ স্কলারশিপ প্রাপ্তদের নানা বিষয়ে নির্দেশনা দিয়েছে। ২০১৯-২০ বর্ষের কমনওয়েলথ স্কলারদের যুক্তরাজ্যে যাওয়ার আগে গতকাল রবিবার আয়োজিত এক অনুষ্ঠানে এসব নির্দেশনা দেওয়া হয়।
ব্রিটিশ কাউন্সিলের ঢাকা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৫০ জন স্কলার ও ফেলো এবং পাঁচজন কমনওয়েলথ অ্যালামনাই। নির্দেশনা প্রদান পর্বে যুক্তরাজ্যের ভিসা, বাসস্থান, মেডিক্যাল সুবিধা, খাবার ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দেওয়া হয়েছে।
ব্যক্তিগত ও শিক্ষাগত উন্নয়নের লক্ষ্যে যুক্তরাজ্যের শিক্ষা সুবিধাগুলো যেন স্কলাররা গ্রহণ করতে পারেন সে ব্যাপারে উদ্বুদ্ধ করে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর ফেই নিকোলাস। আর সমাপনী বক্তব্য দেন প্রতিষ্ঠানটির এডুকেশন, ইংলিশ অ্যান্ড স্কিলস প্রগ্রামের প্রধান সুরাইয়া জাহান। স্কলাররা দেশে ফিরে বিভিন্ন ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পুরো আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন সাউথ এশিয়া কমনওয়েলথ স্কলারশিপের আঞ্চলিক সমন্বয়ক তওসিফ মান্নান খান। সংবাদ বিজ্ঞপ্তি।