অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ‘আল আনসারি এক্সচেঞ্জের সামার প্রমোশন’এ দেশে টাকা পাঠিয়ে ১০ লাখ দিরহাম পুরস্কার জিতেছেন আবদুল্লাহ আল আরাফাত নামের এক বাংলাদেশি।
আবদুল্লাহ আল আরাফাত আল আনসারি এক্সচেঞ্জের ১০ লাখ দিরহাম (বাংলাদেশি টাকায় দুই কোটি ৩০ লাখ প্রায়) গ্র্যান্ড পুরস্কার জিতেছেন আবদুল্লাহ। তিনি ফেনী জেলার সোনাগাজি নিবাসী মোহাম্মদ মোহসিনের ছেলে।
দুই আমিরাতি, দুই ফিলিপিনো, এক ভারতীয়, এক ইন্দোনেশীয়, এক পাকিস্তানি এবং আরেক বাংলাদেশিকে প্রতিদ্বন্দ্বিতায় পেছনে ফেলে গ্র্যান্ড প্রাইজটি জিতেছেন আবদুল্লাহ আল আরাফাত। তিনি ৯ বছর ধরে দুবাইতে কাজ করছেন। পুরস্কারের কিছু টাকা তার সন্তান সম্ভাবা স্ত্রীর কাছে পাঠাবেন।
বাকি টাকায় দুবাই’র নায়েফে তার মোবাইল এক্সেসরিজ ও টেইলরিং ব্যবসায় খাটাবেন বলে জানিয়েছেন আবদুল্লাহ। তাঁর এই পুরস্কার প্রাপ্তির খবর প্রবাসীদের আলোড়ন সৃষ্টি করেছে।