ডেস্ক: আগামী বছরের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। খবর ইউএনবি’র।
তিনি বলেন, ‘২০২১ সালের জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন। এরপর সেখানে যান চলাচল শুরু হবে।’
সচিবালয়ে অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের ঋণ পরিশোধ চুক্তি সাক্ষর শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের এসব তথ্য জানান।
তিনি আরও বলেন, পদ্মাসেতুর মূল কাজের বাস্তব অগ্রগতি ৮৩ শতাংশ এবং আর্থিক অগ্রগতি হয়েছে ৭২ শতাংশ।
প্রসঙ্গত, ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতু বাংলাদেশের বৃহত্তম অবকাঠামো প্রকল্প। সেতুটি চালু হয়ে গেলে এটি জিডিপি ১.২ শতাংশ বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।