নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ে ফু-ওয়াং ক্লাব থেকে গ্রেফতার তিন কর্মচারীকে আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তারা হলেন- ক্লাবের ক্যাশিয়ার জাহিদুর রহমান মিয়া, কর্মচারী চঞ্চল পালমা ও জেভিআর জেরি ডি কস্তা।
শনিবার (২৮ সেপ্টেম্বর) আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় তেজগাঁও থানায় মাদক ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম মাদক মামলায় চারদিন এবং বিশেষ ক্ষমতা আইনের মামলায় চারদিন করে রিমান্ডের আদেশ দেন।
আদালতের তেজগাঁও থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ফরিদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৫ সেপ্টেম্বর অভিযান চালিয়ে ক্লাব থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার, আমদানি নিষিদ্ধ সিগারেট ও সাত লাখ টাকা জব্দ করে র্যাব। এরপর তাদের নামে তেজগাঁত থানায় মাদক ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুইটি মামলা হয়।