বুধবার, ১৪ মে ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ওমানের বিরুদ্ধে ৬টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে যুব হকি দল

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯
  • ২৬৮ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: আগামী বছর জুনে ঢাকায় অনুষ্ঠিতব্য জুনিয়র এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে অনূর্ধ্ব-২১ দলকে দুই সপ্তাহের অধিক সময়ের জন্য ভারত পাঠানোর পরিকল্পনা ছিল বাংলাদেশ হকি ফেডারেশনের। দেশটির চন্ডিগড় ও পাঞ্জাবে হওয়ার কথা ছিল ১২ টি ম্যাচ।

কিন্তু ভিসা জটিলতায় ভারত যাওয়া হয়নি যুব দলের। তার পরিবর্তে হকি ফেডাশেন ওমান যুব দলকে আতিথেয়তা দিয়ে ঢাকায় ৬টি প্রস্তুতি ম্যাচ খেলানোর ব্যবস্থা করেছে।

বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আবদুর রশিদ শিকদার জানিয়েছন, ওমানের যুব দলটি এখন পাকিস্তান সফর করছে। সেখানেও তারা প্রস্তুতি ম্যাচ খেলছে। ইতিমধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে একটিতে ৪-০ গোলে হেরেছে এবং অন্যটি ২-২ গোলে ড্র করেছে। ওমানের এই দলটিও আগামী বছর জুনিয়র এশিয়া কাপে খেলবে।

পাকিস্তান থেকেই ওমানের যুবারা ঢাকায় আসবে সোমবার। মওলানা ভাসানী স্টেডিয়ামে দুই দেশের যুবাদের প্রথম ম্যাচ হবে ৮ অক্টোবর বিকেলে সাড়ে ৪ টায়। অন্য ৫ ম্যাচ অনুষ্ঠিত হবে ৯, ১১, ১২, ১৪ ও ১৫ অক্টোবর।

আগামী বছর জুনে জুনিয়র এশিয়া কাপের আয়োজক হওয়ার পরই অনূর্ধ্ব-২১ দল গঠনের জন্য উম্মুক্ত ট্রায়ালের আয়োজন করে ফেডারেশন। সেখান থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে গত ১৮ আগস্ট ক্যাম্প শুরু করা হয়।

ঢাকায় অনুষ্ঠিতব্য জুনিয়র এশিয়া কাপে খেলবে ৮ দেশ। গতবারের চ্যাম্পিয়ন রানার্সআপ ও স্বাগতিক বাংলাদেশ খেলবে সরাসরি। তার আগে এ টুর্নামেন্টের বাছাই পর্ব হবে আগামী ১৪ থেকে ২২ ডিসেম্বর হংকংয়ে। সেখান থেকে আসবে বাকি দলগুলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com