নিজস্ব প্রতিবেদক: বিষয়ে প্রয়োজনে নিখোঁজ কিংবা হারানো ব্যক্তিদের অনুসন্ধান করবে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সিরিয়াস ক্রাইম বিভাগ।
সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, মহানগরীতে ব্যক্তি নিখোঁজ বা ব্যক্তি হারিয়ে যাওয়ার ঘটনা মাঝে মধ্যে ঘটে থাকে। এ জাতীয় ঘটনার পেছনে কোনো অপরাধজনক কার্যক্রম নেই বলে প্রতীয়মান হলে, প্রাথমিক পর্যায়ে বিষয়টি জেনারেল ডায়েরি (জিডি) ভুক্ত করে অনুসন্ধান করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে থানা পর্যায়ে কর্মকর্তাগণ অনুসন্ধান কাজে যথেষ্ট মনোযোগী থাকা সত্ত্বেও প্রযুক্তিগত সুবিধা কাজে লাগানোর দক্ষতার ঘাটতি থাকার কারণে, ক্ষেত্র বিশেষে অনুসন্ধানে কাঙ্খিত ফলাফল পাওয়া যায় না। থানা পর্যায়ে এ সংক্রান্তে দায়ের জিডি ডিএমপির কেন্দ্রীয় পর্যায়ে মনিটর করাও সম্ভব হয় না।
এ সংক্রান্ত জিডির যথাযথ মনিটরিং ও ভুক্তভোগীর অধিকতর সেবা প্রদানের লক্ষ্যে ব্যক্তি হারানো বা নিখোঁজ হওয়ায় রুজু সব জিডির ছায়া অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে ডিবির সিরিয়াস ক্রাইম বিভাগ। ক্ষেত্র বিশেষে ডিএমপি কমিশনারের অনুমোদনক্রমে অনুসন্ধানের দায়িত্ব গ্রহণ করবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।