নিজস্ব প্রতিবেদক: যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র ও মাদক আইনের দুই মামলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) রাতে রমনা থানার ওসি কাজী মাঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পৃথক দুটি মামলা দায়ের করেছিল। ওই দুটি মামলা ঢাকা নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে।
গত ৫ অক্টোবর গভীর রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর থেকে সম্রাটকে আটক করা হয়। তার সঙ্গে আটক হন যুবলীগ দক্ষিণের সহ-সভাপতি এনামুল হক আরমানও। পরে ৬ অক্টোবর দিনভর রাজধানীতে সম্রাটের বাড়িতে অভিযান চালায় র্যাব।
ওইদিন কাকরাইলের কার্যালয়ে বন্যপ্রাণীর চামড়া সংরক্ষণের দায়ে সম্রাটকেও একই মেয়াদে সাজা দেওয়া হয়। গত ৭ অক্টোবর রমনা মডেল থানায় র্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে মামলা দুটি করেন। মাঝে বুকের ব্যথা নিয়ে কারাগার থেকে রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হলেও চারদিন পর সম্রাটকে ফের ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে পাঠানো হয়।