ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় লিগের প্রথম স্তরের ঢাকা ও রংপুর বিভাগের ম্যাচে রানের বন্যা বইয়ে দিচ্ছেন ব্যাটসম্যানরা। ড্রয়ের দিকে এগুচ্ছে টেস্টটি।
প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৫৬ রানের পাহাড়সমান সংগ্রহ গড়ে প্রথম ইনিংস ঘোষণা করে ঢাকা বিভাগ। জবাবে তৃতীয় দিন শেষে রংপুর বিভাগের সংগ্রহ ৫ উইকেটে ৩৩৪ রান। ঢাকার প্রথম ইনিংস থেকে ২২২ রান পিছিয়ে আছে রংপুর।
রংপুরের ওপেনার লিটন দাসের (১২২) পর সেঞ্চুরি তুলে নিয়েছেন চার নাম্বারে নামা নাঈম ইসলামও। ২৯৬ বলে ১২ বাউন্ডারি আর ১ ছক্কায় দিন শেষে ১২৪ রানে অপরাজিত আছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ২৭তম সেঞ্চুরি।
হাফসেঞ্চুরি নিয়ে নাঈমের সঙ্গে ব্যাটিংয়ে আছেন তানবীর হায়দার। ১০১ বলে ৭ চারের সাহায্যে ৫২ রানে অপরাজিত এই অলরাউন্ডার। তবে ভালো করতে পারেননি জাতীয় দলের বাইরে থাকা দুই ব্যাটসম্যান নাসির হোসেন আর আরিফুল হক। নাসির মাত্র ১ রানে আর আরিফুল ১৭ রানে সাজঘরের পথ ধরেন।
রংপুরের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন সুমন খান আর সালাউদ্দিন শাকিল।