বিনোদন প্রতিবেদক: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসেছিলেন মিঞা ভাই খ্যাত চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক।আজ শুক্রবার বিকেল সোয়া ৩টায় ভোট দিয়ে এফডিসিতে সাংবাদিকদের কাছে এই নির্বাচন নিয়ে কথা বলেন তিনি।
আকবর হোসেন পাঠান ফারুক বলেন, ‘এফডিসিতে এসে আমি উৎসবমুখর পরিবেশ পেয়েছি। আর এমন পরিবেশই থাকা উচিত।’
সকালে ভোট দিতে এসে অতিরিক্ত নিরাপত্তার কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন জনপ্রিয় চিত্রনায়ক সোহেল রানা। এ বিষয় নিয়েও মন্তব্য করেন ফারুক।
তিনি বলেন, ‘সোহেল রানার সঙ্গে যেটা হয়েছে সেটা খুবই দুঃখজনক। গেটে তাকে আটকাবে কেন? তাকে তো এই মাটিও চেনে। এটা হয়তো অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে।’
নির্বাচনের পরিবেশ নিয়ে ফারুক বলেন, ‘শিল্পীদের মধ্যে কোনো বিভাজন থাকা যাবে না। আমি আশা করবো দুর্নীতিমুক্ত একটি সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচনে যেই জয়ী হয়ে আসুক সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তর্ক-বিতর্ক যদি চলতেই থাকে তাহলে চলচ্চিত্রের এখন যে অবস্থা সেটাও থাকবে না।’
‘শিল্পীরা কখনও হারে না, আবার জিতেও না। তারা সবসময় একরকম থাকে। সকালে জোয়ার আবার বিকেলে ভাঁটা। এই হলো শিল্পীর জীবন। এটা তো নির্বাচন না, এটা একটা আনন্দ উৎসব। নির্বাচনে জয়ী হয়ে যেই আসুক তাকে চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ করতে হবে। আর যদি সে সাহস না থাকে তাহলে সেটা শিখে নিতে হবে।’