শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ঘটক পাখি ভাইয়ের ব্যাংক হিসাব তলব করল এনবিআর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯
  • ২৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ঘটকালি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত পাখি ভাইয়ের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে তার ব্যাংক হিসাব খতিয়ে দেখবে সংস্থাটি।

নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এনবিআর সূত্র বলছে, আগামী সাত কার্যদিবসের মধ্যে পাখি ভাইয়ের সব ধরনের আমানত, বিনিয়োগ ও ভল্টে থাকা সম্পদ সম্পর্কে তথ্য দিতে এনবিআর ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে।

সম্প্রতি শুদ্ধি অভিযান শুরু হওয়ার পর অভিযুক্তদের ব্যাংক হিসাব তলবের পাশাপাশি কয়েকজনের হিসাব জব্দও করা হয়েছে। এর মাঝেই বিয়ে-শাদির সঙ্গে জড়িত ঘটক পাখি ভাইয়ের হিসাবও তলব করা হয়েছে।

এদিকে একইদিন অবৈধ ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি পাওয়া মোল্লা মোহাম্মদ আবু কাওছার ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ এবং তাদের দুই পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে এনবিআর।

এর আগে গত ২১ অক্টোবর মোল্লা কাওছার ও শেখ মারুফসহ তাদের পরিবারের ব্যাংক হিসাবের তথ্য তলব করে এনবিআর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com