অনলাইন ডেস্ক: মাত্র সাত মাসে বিশ্বের সর্বোচ্চ ১৪ পর্বত আরোহণ করে নতুন রেকর্ড গড়লেন নেপালের পর্বতারোহী এবং ব্রিটেনের সাবেক নৌবাহিনীর সদস্য। গত আট বছরের রেকর্ড ভেঙে নতুন এই রেকর্ড গড়লেন তিনি।
গতকাল মঙ্গলবার সকালে চীনের শিশাপাংমা পর্বতে আরোহন করেন নির্মল পুর্জা (৩৬)। এ নিয়ে তিনি বিশ্বের সর্বোচ্চ ১৪টি পর্বতে পা রাখলেন। ২০০৩ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন পুর্জা। এরপর ২০০৯ সালে তিনি রাজকীয় নৌবাহিনীর সদস্য হন।
২০১২ সালে এভারেস্টের ক্যাম্পে যোগ দেয়ার মাধ্যমে তার পর্বতারোহনের সূচনা। সে বছর পর্বতারোহন শেষ করে ফেরার কথা থাকলেও তিনি পুরো এভারেস্টেই আরোহনের সিদ্ধান্ত নেন।
ইতোমধ্যেই অনেকগুলো রেকর্ড অর্জন করেছেন এই পর্বতারোহী। তিনি আট হাজার মিটারের বেশি উচ্চতার দু’টি পর্বতশৃঙ্গে আরোহন করেছেন। ২০১৮ সালে তাকে ব্রিটেনের রানি এমবিই নাগরিক সম্মাননায় ভূষিত করেন।