জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: দেশের প্রথম নারী এসপি অতিরিক্ত আইজিপি রৌশন আরা বেগমের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সোমবার এক শোক বাণীতে স্পিকার বলেন, মেধাবী ও চৌকষ পুলিশ অফিসার রৌশন আরা বেগমের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের অপূরণীয় ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ ইউনিট সদস্যদের মেডেল প্যারেডে অংশ নিতে রৌশন আরা বেগম গত ৩ মে মিশনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি কঙ্গোতে পৌঁছেন ৪ মে। ৫ মে সেখানে পৌঁছানোর পরদিনই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন স্পিকার।
এছাড়াও রৌশন আরা বেগম এর মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি গভীর শোক প্রকাশ করেছেন।
জাতীয় সংসদ পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।