অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদএকাদশ জাতীয় সংসদের সদ্যসমাপ্ত পঞ্চম অধিবেশনে পাস হওয়া তিনটি আইনে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (১৮ নভেম্বর) বিলগুলোতে তিনি সম্মতি দিয়েছেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিলগুলো হলো বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৯; বাংলাদেশ পতাকাবাহী জাহাজ (স্বার্থরক্ষা) বিল, ২০১৯ এবং বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) বিল, ২০১৯।
সংবিধানের বিধান অনুযায়ী সংসদে পাস হওয়া বিলে রাষ্ট্রপতি সম্মতি দিলে তা আইনে পরিণত হয়। এরপর তা গেজেট আকারে প্রকাশিত হয়।