ক্রীড়া প্রতিবেদক: তিন দিন আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ জানিয়েছিলেন, এবারের এসএ গেমস ফুটবলে খেলবে না ভারত। কিন্তু আজ (শুক্রবার) ভারতকে রেখেই নেপালের রাজধানীতে ভারতকে নিয়েই হয়েছে গেমস ফুটবলের ড্র।
৬ দলের ফুটবলে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। প্রতিপক্ষ ভুটান ও স্বাগতিক নেপাল। ‘বি’ গ্রুপের দল ভারত, মালদ্বীপ ও শ্রীলংকা। ১ ডিসেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল।
আগামী ১ থেকে ১০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডু ও পোখারায় হবে সাউথ এশিয়ান গেমসের ১৩ তম আসর। ২৭ ডিসিপ্লিনের মধ্যে বাংলাদেশ অংশ নিচ্ছে ২৫ টিতে।
এসএ গেমস ফুটবলের গ্রুপিং
‘এ’ গ্রুপ : নেপাল, বাংলাদেশ, ভুটান।
‘বি’ গ্রুপ : ভারত, মালদ্বীপ, শ্রীলংকা।