নিজস্ব প্রতিবেদক: পেঁয়াজ আমদানি ও মূল্যবৃদ্ধির অনুসন্ধানের জন্য আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর শুনানি গ্রহণ করছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
আজ সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টা থেকে রাজধানীর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কার্যালয়ে এ শুনানি চলছে।
আজ ১০ আমদানিকারকের শুনানি গ্রহণ করা হচ্ছে। ২৬ নভেম্বর ৩৭ আমদানিকারক প্রতিষ্ঠানের শুনানি হবে।
আজ সোমবার শুনানি চলা ১০ আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রাজশাহীর এম/এস ফুল মোহাম্মদ ট্রেডার্স, চাঁপাইনবাবগঞ্জের একতা শাসা ভন্ডার, এম/এস সাজ্জাদ এন্টারপ্রাইজ, নূর এন্টারপ্রাইজ, এম/এস আ এম অ্যাগ্রো, টিএম এন্টারপ্রাইজ ও বিএইচ ট্রেডিং অ্যান্ড কোম্পানি, সাতক্ষীরার এম/এস দীপা এন্টারপ্রাইজ প্রোপার্টিজ, নওগাঁর জগদীশ চন্দ্র রায় এবং বগুড়ার এম/এস সুমাইয়া এন্টারপ্রাইজ।