বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকার দায়িত্ব ছাড়লেন রব ওয়াল্টার যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব মানতে নারাজ রাশিয়া ঈদের তৃতীয় দিনেই সিনেপ্লেক্স থেকে নেমে গেল শাকিবের যে সিনেমা মাকে নিয়ে পার্কে ঘুরলেন তারেক রহমান চরমপন্থার সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না: তথ্য উপদেষ্টা দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা গুম-খুন রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছিল: উপদেষ্টা মাহফুজ প্রধান উপদেষ্টার সঙ্গে ইনসানিয়াত বিপ্লব মহাসচিবের শুভেচ্ছা বিনিময় রুনা লায়লা প্রসঙ্গে ড. ইউনূসের সঙ্গে যে কথা হলো শাহবাজের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন –গণমাধ্যমকর্মী  মোঃ মজিবর রহমান শেখ

অংশীদারত্ব লিঙ্গ সমতা অর্জনে জোরদার ভূমিকা রাখবে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ২০০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: সহযোগিতা ও অংশীদারত্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নারীর উন্নয়ন, ক্ষমতায়ন ও জেন্ডার (লিঙ্গ) সমতা অর্জনে জোরদার ভূমিকা রাখবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

বুধবার থাইল্যান্ডের ব্যাংককে ইউনাইটেড ন্যাশন্স কনফারেন্স সেন্টারে এশিয়া প্যাসিফিক মিনিস্ট্রিয়াল কনফারেন্সে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতার বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী। বুধবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‘ইকনোমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক (এসক্যাপ)’ কনফারেন্স নারী নেতৃত্ব বিকাশেও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, ‘বাংলাদেশ জেন্ডার সমতা ও নারীর ক্ষমতানে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। ওয়ার্ল্ড জেন্ডার গ্যাপ রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে বিশ্বের ১৪৯টি দেশের মধ্যে ৪৮তম ও রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে বিশ্বে ৫ম স্থানে আছে। এসব অর্জনে দক্ষিণ এশিয়ার অন্য সব দেশের ওপরে অবস্থান করছে বাংলাদেশ।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সব উন্নয়ন পরিকল্পনায় নারীর সার্বিক উন্নয়নকে অন্তর্ভুক্ত করছে। বর্তমানে ৪৩টি মন্ত্রণালয় জেন্ডারভিত্তিক বাজেট প্রণয়ন করছে, যা মোট জাতীয় বাজেটের ৩০ শতাংশ। এছাড়া এসডিজির ৫ নম্বর গোল নারীর ক্ষমতায়ন অর্জনের লক্ষ্যে এসডিজিকে পঞ্চম বার্ষিক পরিকল্পনার সাথে সমন্বয় করে সরকার কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।’

প্রতিমন্ত্রী ইন্দিরা ২৭ থেকে ২৯ নভেম্বর ব্যাংককে অনুষ্ঠিত এ কনফারেন্সে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এ প্রতিনিধি দলে আছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com