সিলেট প্রতিনিধি: পরিবহন সেক্টরের শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ সড়ক নিশ্চিত ও যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে পরিবহন চালক এবং হেলপারদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নগরীর মিরাবাজারের দাদা পীর (রহ.)’র মাজার সংলগ্ন মাইক্রোবাস স্ট্যান্ডে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন এসএমপি ট্রাফিক বিভাগের টিআই রাশেদ মামুন চৌধুরী, টিআই (প্রশাসন) মুহিবুর রহমান, টিআই শওকত হোসেন, টিআই সাইফুর রহমান, পুলিশ সার্জেন্ট মো. ফাহাদ মোহাম্মদ।
অতিথি প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নিসচা সিলেট মহানগরের সাধারণ সম্পাদক আ. হাদী পাবেল।
কর্মশালায় ৬০ জন পরিবহন চালক ও হেলপার অংশগ্রহণ করেন। যাদের মধ্যে ৩০ জন মাইক্রোবাস, ১৫ জন হিউম্যান হলার (লেগুনা) এবং ১৫ জন সিএনজি চালিত অটোরিকশার চালক ও হেলপার ছিলেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকৃত চালক ও হেলপারগণকে যে সব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে তার উপর একটি মূল্যায়ন পরীক্ষা গ্রহণ করা হয়।