বিনোদন ডেস্ক: গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক পৃথ্বীরাজ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে চলে গেলেন ।
আজ রোববার ভোরে আনুমানিক সাড়ে চারটায় হঠাৎ করেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। পৃথ্বীরাজের প্রথম অ্যালবাম “ডট” ২০১১ সালে প্রকাশিত হয়
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তরুণ গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক পৃথ্বীরাজ। স্টুডিও’তে কাজ করার সময় কোন সাড়া না দিলে তরুণ শিল্পী পৃথ্বীরাজকে সেখান থেকে উদ্ধার করে রাজধানীর সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, পৃথ্বীরাজ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকলেও বর্তমান সময়ে বেশ সুস্থ হয়ে উঠছিলেন। রবিবার হঠাৎ করেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
পৃথ্বীরাজের ছোটভাই ঋতুরাজ সামাজিকমাধ্যমে জানান, ১৫ ডিসেম্বর জোহরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে এবং আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
প্রসঙ্গত, পৃথ্বীরাজের প্রথম অ্যালবাম “ডট” প্রকাশিত হয় ২০১১ সালে। উচ্চাঙ্গসংগীতে দখলের জন্য সংগীতপ্রেমীদের প্রিয় হয়ে উঠেছিলেন দ্রুত।
এবিসি রেডিও এফএম ৮৯.২ এর প্রডাকশন ইনচার্জ পৃথ্বীরাজ “সেন্টার ফর মিউজিকলজি” নামে একটি গানের স্কুলও চালাতে