চট্টগ্রাম প্রতিনিধি: শোকাবহ পরিবেশে নামাজে জানাজা শেষে পূর্ণ সামরিক মর্যাদায় চট্টগ্রামের লোহাগাড়ায় চিরনিদ্রায় শায়িত হলেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় চুনতি সিরাতুন্নবী (সা.) ময়দানে তার সর্বশেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সামরিক-বেসামরিক শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজার হাজার মানুষ অংশ নেন।
জানাজাস্থল থেকে সামরিক মর্যাদায় মরহুমের কফিন কবরস্থানে নেয়া হয়। সামরিক গার্ড অব অনারের পর চুনতি জামে মসজিদ কবরস্থানে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হয়।
দাফন শেষে সেনাবাহিনী প্রধানের পক্ষে কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মাঈনুল ইসলাম চৌধুরী মরহুমের কবরে পুষ্পমাল্য প্রদান করেন।
এর আগে দুপুর ২টায় সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে মরহুমের মরদেহ চুনতিতে নেয়া হয়। তার মরদেহ গ্রহণ করেন রামুর জিওসি, চট্টগ্রাম ডিজিএফআইয়ের শাখা অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এমদাদ উল্লাহ ভূইয়া, স্থানীয় সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী, কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএ’র সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম ও চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ নেয়া হয় নিজ বাড়িতে। সেখানে আত্মীয়স্বজনসহ হাজারও এলাকাবাসী তাকে একনজর দেখার জন্য ভিড় জমায়। সেখানে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ।
মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন ছিলেন।