নিজস্ব প্রতিবেদক: নকশাবহির্ভূত ভবন নির্মাণের কারণে জরিমানা গুনতে হয়েছিল চিত্রনায়ক শাকিব খানকে। এবার নির্মাণাধীন ভবনের সামনে অরক্ষিতভাবে নির্মাণ সামগ্রী রাখার দায়ে এসব নির্মাণ সামগ্রী নষ্ট করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) একটি ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাজধানীর নিকেতনে বায়ুদূষণ রোধে ডিএনসিসি পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত শাকিব খানের ভবনের নির্মাণ সামগ্রী গুঁড়িয়ে দেয়।
সকালে উত্তরার নিকেতন এলাকার ২ নম্বর গেটের ৮ নম্বর সড়ক থেকে অভিযান শুরু করে ডিএনসিসি। অভিযানটির নেতৃত্ব দেন করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান।
এ সময় নিকেতনের ‘ই’ ব্লকের ৬ নম্বর সড়কের ১ নম্বর বাসার সামনে অরক্ষিত অবস্থায় নির্মাণ সামগ্রী পাওয়া যায় ৷ পরিবেশ দূষণের দায়ে করপোরেশনের গাড়ি দিয়ে এসব গুঁড়িয়ে দেয়া হয়। ১০ তলা এই ভবনটির মালিক চিত্রনায়ক শাকিব খান।
এর আগে গত ১৮ নভেম্বর এই ভবনটিতে অভিযান চালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। নকশাবহির্ভূত ভবন নির্মাণের দায়ে ভবনের অতিরিক্ত অংশ অপসারণ এবং ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।