আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের মধ্যাঞ্চলে বড়দিনে টাইফুন ফানফোনের আঘাতে অন্তত ১৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
গত মঙ্গলবার ঘন্টায় ১২০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে টাইফুনটি আঘাত হানে। পরিস্থিতি মোকাবেলায় টাইফুন আঘাত হানার আগেই ৫৮ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, মধ্যাঞ্চলীয় প্রদেশ কাপিজ, ইলোইলো ও লেইতে হতাহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে ১৩ বছরের এক বালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, গাছের ডাল পড়ে একজন এবং গাড়ি দুর্ঘটনায় আরেকজন নিহত হয়েছে।
বুধবার রাতেই টাইফুন ফানফোন ফিলিপাইন অতিক্রম করে দক্ষিণ চীন সাগরের দিকে চলে গেছে।
প্রতিবছর গড়ে ২০টি টাইফুন ফিলিপাইনে আঘাত হানে। তবে সাম্প্রতিক বছরে আঘাত হানা টাইফুনগুলো ছিল অনেক বেশি শক্তিশালী ও ভয়ঙ্কর।