চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে। দগ্ধ অবস্থায় ওই ছাত্রীকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) বিকেলে হাজীগঞ্জ পৌর এলাকার ট্রাক রোডে একটি ভাড়াবাসায় এই ঘটনা ঘটে। আহত ছাত্রী সিপা (১৭) উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের কাইজাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। সে হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদ্রাসার ১০ শ্রেণির শিক্ষার্থী। সিপা’র চাচা জানান, মাদ্রাসা থেকে এসেই গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়ার কথা শুনেছি। তাকে বকাঝকা করায় রাগ করে এ ঘটনা ঘটিয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি জানান, ঘটনাটি শোনার পরই হাসপাতালে গিয়েছি। আগুনে শিক্ষার্থীর প্রায় ৯০ ভাগ পুড়ে গেছে। তিনি জানান, পড়ালেখায় মনোযোগী না হওয়ায় তার মা শিল্পী বেগম তাকে বকাঝকা করায় সে অভিমানে এ ঘটনা ঘটিয়েছে। বর্তমানে ওই মাদ্রাসা ছাত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান ওসি।
সিপার স্বজনরা জানান, মেয়েটি হাজীগঞ্জ আলিয়া মাদ্রাসায় পড়ে। লেখাপড়ার প্রতি অমনোযোগী। মাদ্রাসা ছুটি হলেও অনেক দেরিতে করে বাসায় ফিরে। মোবাইলে কথা বলে। এসব বিষয় নিয়ে তার মা বকা দেওয়ায় সে ঘরে থাকা কেরোসিন তেল গায়ে ঢেলে আত্মহত্যার চেষ্টা করে।