শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

কাজী হায়াৎ বেফাঁস মন্তব‌্য করে ফাঁসলেন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০
  • ২১৫ বার পঠিত

 

বিনোদন প্রতিবেদক: স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক, প্রযোজক কাজী হায়াৎ। ‘দাঙ্গা’, ‘ইতিহাস’, ‘অন্ধকার’সহ অর্ধশত সিনেমার নির্মাতা। ক্যারিয়ারে আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। নির্মাণের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। দেশে-বিদেশে তার অসংখ্য ভক্ত রয়েছে। হঠাৎ বেফাঁস মন্তব্য করে রোষানলের শিকার হয়েছেন চলচ্চিত্রের এই ব্যক্তিত্ব।

সম্প্রতি মেকআপম্যান ও স্টিল ফটোগ্রাফারদের তিনি ‘চামচা’ বলে অভিহিত করেন।

কাজী হায়াৎ একটি ভিডিও বার্তায় বলেন, ‘আমাদের বাংলা চলচ্চিত্র শিল্পের দুটি ডিপার্টমেন্ট ‘মেকআপম্যান’ ও ‘স্টিল ফটোগ্রাফার’। এদের যারা প্রধান থাকেন তারা সাধারণত নায়ক-নায়িকা, প্রযোজকদের মোসাহেবি করে, বাংলা কথায় চামচামি করে। যদিও ‘চামচামি’ বলার জন্য অনেকে আমার ওপর রাগ করতে পারেন। তাদের তো বিবেক আছে, ব্যক্তিত্ব আছে। তাদের ব্যক্তিত্বে আঘাত লাগে না চামচামি করতে? আমার পক্ষ থেকে আমি বলব, আমার বয়স ৭৩। ৫০তম ছবির কাজ চলছে। এখনই তো আমার বলার সময়। আমি ছাড়া বলার আর কেউ নেই।’

কাজী হায়াৎয়ের এমন মন্তব্যে চটেছেন মেকআপম্যান ও স্টিল ফটোগ্রাফারদের অনেকেই। তারা ফেসবুকে প্রসঙ্গটি নিয়ে সমালোচনা করছেন। এ প্রসঙ্গে স্টিল ফটোগ্রাফার জিডি পিন্টু ফেসবুক স্ট্যাটাসে লিখেন: ‘গীবত আর দম্ভোক্তির কিছু অডিও। কী উদ্ভট উম্মত্ত অবিমৃষ‌্যকারিতায় দীর্ঘদিনের মধুর সম্পর্ক, শ্রদ্ধা আর ভালোবাসার নিকুঞ্জের সিংহদ্বারের খিলি এঁটে দেওয়া হল। চলচ্চিত্রের অবহেলিত দুটি পেশাজীবী শিবিরে এখন শুধু ক্ষোভ। এখন থেকে তাঁর কোনো ছবিতে স্থির চিত্রযন্ত্রের শাটারের শব্দ হবে না- ফ্ল্যাশও জ্বলবে না।’

স্টিল ফটোগ্রাফার শাহ সুলতান রাইজিংবিডিকে বলেন, ‘ঢালাউভাবে সবাইকে ছোট করেছেন তিনি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি। কাজী হায়াৎয়ের ছবি তুলব না কেউ। ’ এছাড়াও আরো কয়েকজন তাদের ফেসবুকে ঘটনার নিন্দা জানিয়েছেন। এদিকে কেউ কেউ উকিল নোটিশ পাঠাবেন বলেও শোনা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com