অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রবাসীদের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দূতাবাস মিলনায়তনে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরান।
উপস্থিত ছিলেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসাইন বাবুল, বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল ছালাম তালুকদার, জনতা ব্যাংকের সিইও আমিরুল হাসান, ম্যানেজার আবদুল হাই, বাংলাদেশ স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, উপ-অধ্যক্ষ মুহাম্মদ মোখলেছুর রহমান শাহিন।
এ ছাড়া বিমান ম্যানেজার এন সি বড়ুয়া, ইমরাদ হোসেন ইমু, আশিয়া বড়ুয়া, নাছির তালুকাদর, বশির ভুইয়া, সরোয়ার উদ্দীন, মুহাম্মদ গোলম কাদের ইফতি, ইউএই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম, সহ-সভাপতি রফিক উল্লাহ, সাংবাদিক আবদুল মন্নানসহ আমিরাতের বিভিন্ন অঙ্গনে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
দূতাবাস কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনৈতিক কাউন্সিলর মুহাম্মদ শহিদূজ্জামান ফারুকী, লেবার কাউন্সিলর মুহাম্মদ আবদুল আলিম মিয়া, প্রথম সচিব পাসপোর্ট মুহাম্মদ রেয়াজুল হক, প্রথম সচিব পাসপোর্ট জুবায়েদ হোসেন সহ দূতাবাসের সব কর্মকর্তারা।
এ সময় রাষ্ট্রদূত বলেন, প্রবাসের বুকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সবাইকে এক একজন রাষ্ট্রদূতের ভূমিকা পালন করতে হবে। স্থানীয় আইন- কানুন মেনে চলে দেশকে ইতিবাচকভাবে তুলে ধরতে সবাইকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
দেশ ও প্রবাসীদের রমজানের শুভেচ্ছা জানিয়ে আরও বলেন, বর্তমান গরমের দিনে রোজাদার মুসল্লিদের খাদ্যাভ্যাস পরিবর্তন করে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। মাহফিলে কোরআন তেলোয়াত, দরুদ কিয়াম ও মোনাজাত করেন দূতাবাস কর্মকর্তা মুহাম্মদ রেজাউল আলম।