রবিবার, ১২ মে ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

উত্তরের কাউন্সিলর প্রার্থী সারওয়ার কারাগারে

  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৪নং ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী প্রকৌশলী তালুকদার সারওয়ার হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম আদালতে তাকে হাজির করে পুলিশ। এ সময় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় করা অস্ত্র মামলায় তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অপরদিকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম মামলার এজহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিউল্লাহ শফি শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে মসজিদে নামাজ শেষ করলে মুসল্লিদের মুখে বলাবলি শুরু হয় শফিকে গুলি করতে আসছেন স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী তালুকদার সারওয়ার হোসেন। এ নিয়ে একপর্যায়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। তখন স্বতন্ত্র প্রার্থী তালুকদার সারওয়ারকে অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

তবে স্বতন্ত্র প্রার্থী তালুকদার সারওয়ারের সমর্থকদের অভিযোগ, নামাজ শেষে মসজিদের বাইরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিউল্লাহ শফির সমর্থকরা প্রথমে স্বতন্ত্র প্রার্থী তালুকদার সরওয়ার হোসেনের ওপর হামলা চালায়।

এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক সাহিদুল ইসলাম বাদী হয়ে তালুকদার সারওয়ারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com