নিজস্ব প্রতিবেদক: হরতালে যানবাহনে ক্ষতি হলে তার দায়ভার বিএনপিকে নিতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা।
ঢাকার সিটি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপির হরতাল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় মালিক সমিতির এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
আজ শনিবার সন্ধ্যায় টেলিফোনে এক প্রতিক্রিয়ায় বলেন, এর আগে হরতালের নামে যানবাহন ভাঙচুর করেছে দলটির নেতাকর্মীরা। গাড়িতে অগ্নিসংযোগ করেছে। মানুষের স্বাভাবিক চলাচলে ব্যাঘাত ঘটিয়েছে। শত শত গাড়ীর মালিককে নিঃস্ব করেছে। বেকার করেছে পরিবহন শ্রমিকদের। অবরোধ হরতালের নামে তারা হাজার হাজার কোটি টাকা ক্ষতি করেছে। হরতারের নামে এবার নৈরাজ্য হলে জনগণ মেনে নেবে না। যানবাহন ক্ষতিগ্রস্থ হলে তার ক্ষতিপূরণ দিতে হবে বিএনপিকেই।
রাঙ্গা বলেছেন, এই হরতালের কোনো যৌক্তিকতা নেই। আমরা জনগণের দুর্ভোগ সৃষ্টি করতে দিতে পারি না। হরতালে যদি একটি গাড়িতে আঁচড় দেয়ার চেষ্টা হয়, বিএনপিকেই তার ক্ষতিপুরণ দিতে হবে।
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ভোটে যাবেন, ইভিএম মেনে নেবেন। জনগণের রায় মানবেন না এটা হতে পারে না।
প্রসঙ্গত. ঢাকার দুই সিটি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আগামীকাল রোববার ঢাকায় সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।