ক্রীড়া ডেস্ক : ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগ তথা বিসিএলের প্রথম রাউন্ডের তৃতীয় দিনের খেলা রোববার সকাল সাড়ে নয়টা থেকে মাঠে গড়িয়েছে। এই রাউন্ডে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে লড়ছে ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন।
সংক্ষিপ্ত স্কোর :
ওয়ালটন সেন্ট্রাল জোন : ২১৩/১০
ইসলামী ব্যাংক ইস্ট জোন : ৪৫৮/২ (১১৮ ওভারে)
তামিম ২৭০* ও ইয়াসির ৩৪*।
৪৫০ রান পেরিয়ে ইস্ট জোন : তামিম ইকবালের ব্যাটে ভর করে ৪৫০ রান ছাড়িয়েছে ইস্ট জোন। তামিম ২৭০ রান নিয়ে ব্যাট করছেন। তার সঙ্গে ৩৪ রান নিয়ে ব্যাট করছেন ইয়াসির আলী। তৃতীয় উইকেটে এই জুটির সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে ১০০ রানে। ইস্ট জোনের সংগ্রহ ৪৫৮। লিড নিয়েছে ২৪৫ রানের।
তামিমের ২৫০* : গতকাল ২০৭ রান করে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ রান (২০৬) ছাড়িয়ে যান। দিনশেষে অপরাজিত থাকেন ২২২ রানে। আজ রোববার এই রান নিয়ে ব্যাট করতে নেমে ইতিমধ্যে ২৫০ রান পার করেছেন তামিম ইকবাল। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটা তার প্রথম ২৫০। ৩১৫ বল খেলে ৩৪টি চারের সাহায্যে এই রান করেন তিনি। তার ২৫০ রানে ভর করে ইস্ট জোনের সংগ্রহ দাঁড়িয়েছে ৪৩৩ এ। লিড হয়েছে ২২০ রানের।
ওয়ালটন সেন্ট্রাল জোনের করা ২১৩ রানের জবাবে দ্বিতীয় দিন ২ উইকেট হারিয়ে ৩৯৫ রান তোলে ইস্ট জোন। আর সেটা সম্ভব হয় তামিম ইকবালের অপরাজিত ২২২ ও মুমিনুল হকের ১১১ রানের ইনিংসে। ইতিমধ্যে ইস্ট জোন ১৮২ রানে লিড নিয়েছে। আজ তারা আর কতক্ষণ ব্যাট করে দেখার বিষয়।