শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ব্যাংকিং খাতে তারল্য সংকট নেই

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ১৯০ বার পঠিত

অর্থনৈতিক প্রতিবেদক: ‘বর্তমানে শেয়ার বাজারে কিছু তারল‌্য সংকট থাকলেও ব্যাংকিং খাতে কোনো তারল্য সংকট নেই বলে জানিয়েছেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।’বর্তমানে বিরাজমান তারল্য সংকট কাটিয়ে পুঁজিবাজারের উন্নয়নে সরকার আন্তরিক। এবিষয়ে প্রধানমন্ত্রী পুঁজিবাজার সংশ্লিষ্টদের সাথে গত ১৬ জানুয়ারি একটি বৈঠকও করেছেন।

আজ বৃহষ্পতিবার জাতীয় সংসদে সাংসদ মোকাব্বির খানের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী জানান,

সংরক্ষিত নারী আসনের সাংসদ আদিবা আনজুম মিতার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশে বর্তমানে ব্যক্তিপর্যায়ে করদাতার সংখ্যা ৪৫ লাখ ৬০ হাজার ৬৬৬ জন। যদিও দেশে ই-টিআইএন ডাটাবেইজে ৪৬ লাখ করদাতার তথ্য রয়েছে।’

তিনি জানান, গত বছর ৬৪টি জেলা এবং ১০৩টি উপজেলায় আয়কর মেলা অনুষ্ঠিত হয়, যেখানে ১৮ লাখ ৬৩ হাজার ৩৮৭ জন সেবা গ্রহণ করেন।

জাতীয় পার্টির মসিউর রহমান রাঙ্গার লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন সংক্রান্ত তথ্য বিনিময়ের লক্ষ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ৭২টি দেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (এফআইইউ) সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com