জ্যেষ্ঠ প্রতিবেদক: বনানীর টিঅ্যান্ডটি কলোনির বস্তিতে লাগা আগুনে ক্ষতিগ্রস্তদের দেখতে গেছেন সদ্য অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।
সেখানে গিয়ে তিনি বলেছেন, ‘বস্তিতে আগুন লাগে, তদন্ত কমিটিও হয়। কিন্তু কোনো তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হয় না। প্রতিটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।’
শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিএনপির নেতাকর্মীদের নিয়ে আগুনে ক্ষতিগ্রস্তদের দেখতে যান তাবিথ আউয়াল।
এর আগে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৪টার দিকে ওই বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২২ ইউনিটের প্রচেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সহ বিএনপি সমর্থিত স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান ও ফারুক হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাবিথ আউয়াল।