অনলাইন ডেস্ক: রোহিঙ্গা গণহত্যার ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলা করা গাম্বিয়াকে সহায়তা করতে তহবিল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)।
এপ্রিলে অনুষ্ঠেয় ইসলামিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে এ তহবিল সংগ্রহ করা হবে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দায় ওআইসির জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে গাম্বিয়াকে সব ধরনের সহায়তার জন্য পুনরায় প্রত্যয় ব্যক্ত করে ওআইসির সদস্য রাষ্ট্রগুলো। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনটি অনুষ্ঠিত হবে নাইজারে এবং সেটির প্রস্তুতির জন্য এ বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে গত ২৩ জানুয়ারি আন্তর্জাতিক বিচারিক আদালতের অন্তবর্তীকালীন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলা হয়, গাম্বিয়াকে সহায়তার জন্য বাংলাদেশের প্রস্তাবের প্রতি সমর্থন রয়েছে ইসলামি দেশগুলোর।
এছাড়া তহবিল সংগ্রহের জন্য ইতোমধ্যে ওআইসি সচিবালয় একটি অ্যাকাউন্ট খুলেছে, আগ্রহী রাষ্ট্রগুলো এখানে সহায়তার অর্থ জমা দিতে পারবে।