বিনোদন ডেস্ক: হলুদবনি। ২০১৭ সালে শুরু হয় এর শুটিং। টানা তিন বছর পেরিয়ে যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রটি অবশেষে মুক্তির আলো দেখতে যাচ্ছে।
বাংলাদেশ-ভারতের তারকাবহুল এই সিনেমা আগামী ৬ মার্চ ঢাকার মাত্র দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বিষয়টি নিশ্চিত করেছে ছবিটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।
সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ‘হলুদবনি’ উপন্যাস অবলম্বনে ছবির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও পাওলি দাম।
এর পরিচালকরা হলেন যৌথভাবে বাংলাদেশের তাহের শিপন আর ভারতের মুকুল রায় চৌধুরী। ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভা দাশগুপ্ত।
ছবিতে দেখা যাবে, এর প্রধান তিন চরিত্র জটিল একটি সম্পর্কে ডুবে আছেন। তাদের নিয়েই ঘটবে নানা ঘটনা।
‘হলুদবনি’ প্রযোজনা করেছে বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম ও ভারতের টেলিসিনে অ্যান্ড এন্টারটেইনমেন্ট। আগামী ৬ মার্চ রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানায় ইমপ্রেস।