জ্যেষ্ঠ প্রতিবেদক: হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট মুজিববর্ষ উদযাপন কর্মসূচি নির্ধারণসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ধর্ম প্রতিমন্ত্রী ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে গতকাল মঙ্গলবার বিকেলে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ট্রাস্টের ১০২তম বোর্ড সভায় এসব সিদ্ধান্ত হয়।
সভায় মুজিববর্ষ উদযাপন কর্মসূচি নির্ধারণ ছাড়াও নবগঠিত ট্রাস্টি বোর্ডের ট্রাস্টিদের কর্ম এলাকা বিভাজন, ট্রাস্টের কাজের গতি আনতে ট্রাস্টিদের সমন্বয়ে কমিটি গঠন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বিভিন্ন ব্যাংকে স্থায়ী আমানত গচ্ছিত রাখা, ট্রাস্টের ব্যাংক হিসাব পরিচালনার জন্য চেকে যৌথ স্বাক্ষরকারী নির্বাচন, ট্রাস্টের বাজেট বিবরণ, ট্রাস্টের অফিস পরিচালণে সরকারের রেভিনিউ বাজেট হতে ব্যয় পুন:বরাদ্দকরণ, ট্রাস্ট হতে ট্রাস্টিদের অনুকূলে অনুদান অর্থ বিভাজন, সংসদে দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা আইন-২০১৩ প্রস্তাব পুন:প্রেরণ, ট্রাস্ট এর নামে দানপত্র সূত্রে কুমিল্লা জেলার প্রাপ্ত জমি বিষয়ক আলোচনা, ট্রাস্ট কার্যালয়ের ২টি শূন্যপদ পূরণ, ঢাকায় ট্রাস্টের কেন্দ্রিয় স্থায়ী অফিস ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দকরণ বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।
বোর্ড সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য শ্রী নারায়ণ চন্দ্র চন্দ, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত পাল, ট্রাস্টি শ্রী রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, শ্রীমতি রেখা রাণী গুণ, অধ্যাপক ড. অসীম সরকার, শ্রী উত্তম কুমার শর্মা, শ্রী বাবুল চন্দ্র শর্মা, শ্রী তপন কুমার সেন, শ্রী অংকুর জিৎ সাহা নব, শ্রী নান্টু রায়, শ্রী শ্যামল সরকার, শ্রী অশোক মাধব রায়, ইঞ্জিনিয়ার পি. কে. চৌধুরী, কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, শ্রীমতি ববিতা রানী সরকার, অ্যাডভোকেট অসিত কুমার সরকার (সজল) এবং ইঞ্জিনিয়ার রতন কুমার দত্ত উপস্থিত ছিলেন।