বিনোদন ডেস্ক : বিশ্বে ভয়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাস। এবার এর প্রভাব পড়েছে ‘ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি’ বা ‘আইফা’ অ্যাওয়ার্ডে।
আগামী ২১ মার্চ ভোপালে এই অ্যাওয়ার্ডের প্রি-ইভেন্ট এবং এরপর ২৭-২৯ তারিখ পর্যন্ত ইন্দোরে মূল পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তা স্থগিত করা হয়েছে।
আইফার আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সবার মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই বিষয়টি বিবেচনা করে আয়োজক কর্তৃপক্ষ মধ্য প্রদেশ সরকারের সঙ্গে আলোচনা করেছেন। এরপর সংশ্লিষ্টরা এই মাসের শেষে অনুষ্ঠিতব্য আইফা অ্যাওয়ার্ড স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। খুব শিগগির নতুন তারিখ জানানো হবে।
অন্যান্য দেশের মতো ভারতেও করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সন্ধান মিলেছে। জানা গেছে, আজ শুক্রবার পর্যন্ত এই সংখ্যা ৩১। সাধারণ মানুষের মতো বলিউড তারকারাও এটি নিয়ে বেশ উদ্বিগ্ন।