কুড়িগ্রাম প্রতিনিধি: মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে কুড়িগ্রামের উলিপুর ও রাজারহাট উপজেলা থেকে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। কুড়িগ্রাম পুলিশ সুপার (এসপি) মো. মহিবুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন-মো.মফিজল হক, মো.সাইদুর রহমান, মো.শাহজাহান আলী (৭০), মো.আব্দুল কাদের, মো.আব্দুর রহিম (৬৪), মো. ইছহাক আলী (৮০), মো.ইসমাঈল হোসেন (৬২), মো.আকবর আলী (৯০), মো.ওসমান আলী(৭০), মো. সোলায়মান আলী (৭০), মো.নুরুল ইসলাম (৬৯), মো.আব্দুর রহমান (৬২)।
এদের সবার বাড়ি জেলার উলিপুর উপজেলার বিভিন্ন এলাকায়। এছাড়াও রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের বালাকান্দি গ্রাম থেকে মকবুল হোসেন (৭০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, কুড়িগ্রামের উলিপুর উপজেলা থেকে ১২ জন এবং রাজারহাট উপজেলা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি বিডি মিসকেস ১/২০২০ এর প্রেক্ষিতে গ্রেফতারদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে।