ক্রীড়া ডেস্ক: বিশ্বজুড়ে করোনার প্রাণঘাতী আচরণ চলছেই। ভয়ংকর এই ভাইরাস এবার প্রাণ কেড়ে নিল পাকিস্তানের কিংবদন্তি স্কোয়াশ খেলোয়াড় আজম খানের। গত শনিবার লন্ডনের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।
গত সপ্তাহে শ্বাসকষ্ট নিয়ে লন্ডনের ইলিং হাসপাতালে ভর্তি হন আজম খান। পরে পরীক্ষায় করোনা ধরা পড়ে। ভাইরাসের সঙ্গে যুদ্ধে আর পেরে উঠেননি পাকিস্তানি কিংবদন্তি। গত শনিবার তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে পরিবার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর।
স্কোয়াশের ইতিহাস লিখতে গেলে আজম খানের নামটি টানতেই হবে। বিশ্বের অন্যতম সেরা স্কোয়াশ খেলোয়াড় ছিলেন তিনি। ১৯৫৯ থেকে ১৯৬২ সাল পর্যন্ত স্কোয়াশে চারবার জেতেন ব্রিটিশ ওপেন।
১৯৬২ সালে জীবনে বড় এক ধাক্কা খান আজম খান, হারান ১৪ বছরের সন্তানকে। এর মধ্যে চোটও পেয়ে বসেছিল। এসব কিছু সামলে উঠতে না পারায় একটু আগেভাগেই খেলোয়াড়ি জীবনকে বিদায় বলেন তিনি।
১৯৫৬ সালেই যুক্তরাজ্যে স্থায়ী হয়েছিলেন আজম খান। জীবনের শেষ সময়টায় সেখানেই বসবাস করছিলেন। দেশে ফেরা আর হয়ে উঠেনি তার।