বিনোদন ডেস্ক : পরনে ট্রাউজার ও হলুদ রঙের টি-শার্ট। হাতে মপ। তা দিয়ে বসার ঘরের মেঝে পরিষ্কার করছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। একাধিক স্থিরচিত্রে দেখা যায়, কখনো ডাইনিং রুম আবার কখনো বারান্দা পরিষ্কার করছেন তিনি।
পাঠক ভাবতে পারেন, এসব কোনো নাটক-টেলিফিল্মের শুটিংয়ের প্রয়োজনে করছেন সজল। কিন্তু তা নয়, বরং স্বেচ্ছায় ঘরবন্দি জীবনে এভাবেই বাসায় নিয়মিত ঘর পরিষ্কার করছেন তিনি। সজল তার মাকে প্রাত্যাহিক কাজে এভাবেই সহযোগিতা করছেন।
ঘরবন্দি জীবনের কিছু স্থিরচিত্র সজল তার ফেসবুকে পোস্ট করে লিখেছেন—নতুন চাকরি। ১ ঘন্টা সময় কোথা দিয়ে চলে যায় টেরই পাইনা। জীবন সুন্দর। বাড়িতে থাকুন। থাকুন নিরাপদে।
করোনা সংক্রমণ রোধে আগামী ১১ এপ্রিল পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। টেলিভিশন নাটকের সব ধরনের শুটিংও বন্ধ। অন্য তারকাদের মতো আপাতত বাসায় পরিবারের সঙ্গে সময় পার করছেন সজল।
এ অভিনেতা জানিয়েছেন, বই পড়া, বাগান পরিচর্যা ও ঘরের কাজ-কর্ম করেই সময় কাটছে তার।