ঢাকা: করোনাভাইরাসের কারণে দেশব্যাপী চলছে নানাবিধ নিষেধাজ্ঞা। এই বিধি-নিষেধ শুধুমাত্র মানুষের কল্যাণেই।সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের চাহিদা। কিন্তু বাঁচার তাগিদে ছুটছে মানুষ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যার পর রাজধানীর যাত্রাবাড়ীর ডেমরা রোডে দেখা গেল এমনই একটি চিত্র। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকের সামনে কয়েক লাইনে সারিবদ্ধ এবং হুড়োহুড়ি করছেন অসংখ্য মানুষ। তেল, ডাল, পেঁয়াজ ও চিনি স্বল্পমূল্যে বিক্রি হয় এ ট্রাক থেকে। লাইনে দাঁড়ানো অধিকাংশ নারী-পুরুষ মধ্যবিত্ত শ্রেণির।
টিসিবির পণ্য বিক্রেতা রহিম মিয়া বলেন, সময় পরিবর্তনের কারণেই সন্ধ্যার পর এখানে পণ্য বিক্রি করছি। এখন থেকে নতুন নিয়মে দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পণ্য বিক্রি চলছে। করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রির কোনও নির্দেশনা আছে কি না—জানতে চাইলে বলেন, না এ ধরনের কোনও নির্দেশনা আমাদের নেই।
উল্লেখ্য, রাজধানীতে বিভিন্ন ডিলারের মাধ্যমে খোলাবাজারে ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ, ৮০ টাকা লিটারে সয়াবিন তেল এবং ৫০ টাকা দরে ডাল ও চিনি বিক্রি করছে টিসিবি।