সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

করোনা শনাক্তকরণ সামগ্রী দিয়েছে চায়না হারবার

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ১৯৫ বার পঠিত

 

অনলাইন ডেস্ক: চীনের সরকারি প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড বাংলাদেশ কেন্দ্রীয় ঔষধাগারকে তিন হাজার করোনা সনাক্তকরণ কিট, তিন হাজার পিপিই (পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট) ও ২০ হাজার সার্জিক্যাল মাস্ক দিয়েছে। সামগ্রীগুলো দেশের বিভিন্ন হাসপাতালে কোভিড-১৯ সনাক্তকরণ ও করোনা সংক্রমণরোধে ব্যবহৃত হবে।

বুধবার বাংলাদেশে চায়না হারবারের ব্যবস্থাপনা পরিচালক ফু জিউকুয়ান কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহকে করোনা সনাক্তকারী ও প্রতিরোধী সামগ্রীগুলো হস্তান্তর করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমানসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

ফু জিউকুয়ান এ প্রসঙ্গে বলেন, ‘সম্প্রতি চীনের জনগণ করোনার ধ্বংসযজ্ঞ দেখেছে এবং সফলভাবে মোকাবেলা করতেও সক্ষম হয়েছে। করোনা মোকাবিলায় বন্ধুপ্রতীম বাংলাদেশের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত।’

তিনি বলেন, ‘বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন প্রতিকূলতায় আমরা ভবিষ্যতেও দেশটির পাশে থাকতে চাই।’

চায়না হারবার গত ৩০ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি নয়টি প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com