অর্থনৈতিক প্রতিবেদক : করদাতাদের আমদানি-রপ্তানিসহ অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম সুবিধায় ভ্যাট রিটার্ন দাখিলের জন্য সীমিত আকারে ভ্যাট সার্কেল অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ভ্যাট অফিস খোলা থাকবে।
শুক্রবার (১০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
সৈয়দ এ মু’মেন রাইজিংবিডিকে বলেন, ভ্যাট আইন অনুযায়ী প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। সে লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড শুধুমাত্র ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধার্থে সরকারি সাধারণ ছুটির সময়ে সীমিত আকারে ভ্যাট সার্কেল অফিসসমূহ আগামী ১২ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।