বিনোদন ডেস্ক : কিডনিজনিত জটিলতায় দীর্ঘদিন অসুস্থ ছিলেন গুণী অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা। গতকাল মধ্যরাতে না ফেরার দেশে চলে গেলেন তিনি। ৬৩ বছর বয়েসি এই অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তারকা শোক প্রকাশ করছেন।
দুই পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা প্রয়াত অভিনেত্রীর একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি দুঃখিত। আজই শুনেছি তুমি আইসিইউ-তে রয়েছো। তুমি শান্তিতে ঘুমাও। তোমাকে খুব মিস করব।’ অভিনেত্রী তানভীন সুইটি লিখেছেন, ‘কয়েক মাস আগে বিটিভির একটি নাটকে কাজ করেছিলাম। অনেক ভালো মনের মানুষ ছিলেন। আন্টি অনেক দোয়া করি আপনার জন্য। আপনার আত্মার শান্তি কামনা করছি।’
অভিনেত্রী ডলি জহুর ও ফেরদৌসী আহমেদ লিনার সঙ্গে একটি গ্রুপ ছবি পোস্ট করেছেন গোলাম ফরিদা ছন্দা। ক্যাপশনে লিখেছেন, ‘লিনা আন্টি তুমি আজ স্মৃতি! মনে পড়ে মানিকগঞ্জে জুয়েল শরিফের নাটকের সেটে এই ছবি তোলা। ডলি আন্টির কাছ থেকে পাওয়া। সম্ভবত তিন বছর আগের ছবি এটি। কি মিষ্টি মানুষ ছিলে তুমি! ঠিক এই সময়েরই তোলা, তখনো গাছে গাছে আম ছিল। আজও আছে, শুধু তুমি নেই? এমনটা কেন হয়? ভোলা কঠিন! সব সময় মনে থাকবে তোমায়। শান্তিতে থাকো তুমি। ভালোবাসা আর শ্রদ্ধা রইলো তোমার জন্যে। এভাবেই হয়তো আমরাও স্মৃতি হয়ে যাব একদিন।’
অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না’। অভিনেত্রী অরুণা বিশ্বাস লিখেছেন, ‘বিশ্বাস করতে কষ্ট হচ্ছে’। শারমীন জোহা শশী লিখেছেন, ‘লিনা আপা, যেখানেই যাচ্ছেন ভালো থাকবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক।’
প্রবীণ অভিনেত্রীর মৃত্যুতে বিস্মিত মনিরা মিঠু। তিনি লিখেছেন, ‘আপনার অনেক স্মৃতি আমার কাছে আছে আপা। এমন দিনে চলে গেলেন যে, আপনাকে কি একনজর দেখতেও পাব না? অন্য একটি পোস্টে এ অভিনেত্রী লিখেছেন, ‘একমাত্র মৃত্যুই চিরন্তন সত্য। বেঁচে থাকাটাই বিভ্রম।’
১৯৭৫ সালে একটি তেলের বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন ফেরদৌসী আহমেদ লিনা। ১৯৭৮ সালে ‘কালো কোকিলা’ নাটকে প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’। এটি পরিচালনা করেন বুলবুল আহমেদ। তাছাড়া অনেক টেলিভিশন নাটকে অভিনয় করেছেন ফেরদৌসী আহমেদ লিনা।