নিউজ ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ঘরে বসেই ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো কৃষক লীগ। এ উপলক্ষে রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় কৃষক লীগের নেতাকর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও প্রতিষ্ঠাকালীন নেতাদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।
সারা বিশ্ব করোনাভাইরাসের ভয়াল দুর্যোগে নিমজ্জিত হওয়ায় সঙ্গত কারণে বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ ও দলের সব সহযোগী সংগঠনের যেকোনও রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ করেন। এ কারণে বাংলাদেশ কৃষক লীগ ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নিজ নিজ গৃহে থেকে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন নেতাকর্মীরা।
আজ রবিবার বিকাল পাঁচটায় বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক নেতা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা এবং বাংলাদেশসহ সারা বিশ্বের কৃষক-শ্রমিক-মেহনতি জনতাসহ সমগ্র মানব জাতিকে করোনোভাইরাসের ভয়াল থাবা থেকে মুক্তির জন্য নিজ নিজ ধর্ম অনুযায়ী স্ব-স্ব গৃহে থেকে নেতাকর্মীরা বিশেষ দোয়া ও প্রার্থনা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করোনোভাইরাস মোকাবিলার অংশ হিসেবে শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ওয়ার্ড ত্রাণ কমিটির সঙ্গে সম্পৃক্ত হওয়া ও স্বাস্থ্যবিধি মেনে মানবতার সেবায় এগিয়ে আসা, বোরো মৌসুমে ধান কাটাসহ সব কৃষি কর্মকাণ্ডে কৃষককে সার্বিক সহযোগিতা করার জন্য কৃষক লীগের নেতাদের প্রতি আহ্বান জানান কৃষক লীগের সভাপতি সমীর চন্দ।