অনলাইন ডেস্ক : পবিত্র রমজান মাসে সৌদি আরবের দুটি মসজিদে তারাবির নামাজ আদায়ের অনুমতি দিয়েছে বাদশা সালমান বিন আবদুল আজিজ। তবে মুসল্লিদের প্রবেশের ক্ষেত্রে আগের মতোই বিধিনিষেধ আরোপ রয়েছে। সৌদির সরকারি নিউজ এজেন্সির বরাত দিয়ে বুধবার (২২ এপ্রিল) খালিজ টাইম এ খবর প্রকাশ করেছে।
এছাড়া রমজানে কয়েক ঘণ্টার জন্য সৌদি আরবের বিভিন্ন শহরে কারফিউ শিথিল করার পরিকল্পনা করা হচ্ছে। এ সময়ের মধ্যে যেন আশপাশের দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে।
এদিকে সোমবার দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সির টুইটার পেজে করোনার প্রাদুর্ভাবের কারণে মক্কায় মসজিদুল হারাম ও মদিনায় মসজিদে নববিতে রমজানে তারাবিহ নামাজের রাকাত সংখ্যা কমানোর ঘোষণা দেয়।
জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেইখ আব্দুর রহমান আল সুদাইস জানিয়েছেন, মসজিদুল হারাম ও মসজিদে নববিতে তারাবিহ’র নামাজ আদায় করা হবে। তবে এতে সাধারণ মসুল্লি থাকতে পারবেন না। কেবল প্রেসিডেন্সির সদস্য ও মসজিদের পরিচ্ছন্নতা কর্মীরা নামাজে অংশগ্রহণ করতে পারবেন।
এছাড়া দুই পবিত্র মসজিদেই এবার তারাবিহর নামাজ ২০ রাকাতের পরিবর্তে ১০ রাকাত আদায় করা হবে।