মাইকেল রোজারিও, কালীগঞ্জ: বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি’র নির্দেশে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি ও সংকট মোকাবেলায় গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মো. সাইদুর রহমান সাজিদ ভূইয়ার ব্যক্তিগত উদ্বোগে বুধবার দুপুরে ১২০ কর্মহীন, হতদরিদ্র, অসহায় পরিবারের মাঝে ত্রান বিতরণ করেছেন।
জানা যায়,মো. সাইদুর রহমান সাজিদ ভূইয়ার ব্যক্তিগত উদ্বোগে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বড়গাঁও (ভিটি পাড়া) গ্রামে কর্মহীন, হতদরিদ্র, অসহায় ১২০ পরিবারের প্রত্যেকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি করে ডাল, তেল, লবণ, মুড়ি ও ছোলা বিতরণ করা হয়।
ত্রান সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ. রহমান, সাধারণ সম্পাদ সাইফুল ইসলাম আকন্দ, সাবেক সভাপতি শহিদুল্লাহ শাহী, যুবলীগ নেতা মো. মোমেন, মো. আবদুর রহিম প্রমূখ।
ত্রাণ বিতরণকালে মো. সাইদুর রহমান সাজিদ ভূইয়া বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি’র নির্দেশনায় যারা কর্মহীন হয়ে পড়েছে এবং যাদের দৈনন্দিন আয়-রোজগার বন্ধ হয়ে গেছে এমন ১২০ পরিবারকে আমার ব্যক্তিগত উদ্যোগে ত্রান বিতরণ করেছি। সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি’র নির্দেশনায় করোনা ভাইরাস প্রতিরোধে ও মোকাবেলায় জনকল্যাণে সবাইকে সমন্বিতভাবে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান।