নিজস্ব প্রতিবেদক: সংবাদকর্মীদের বিশেষ প্রনোদনা দেওয়ার দাবি জানান উত্তরা সাংবাদিক ফোরামের সভাপতি মাসুদ পারভেজ। করোনা ভাইরাস মোকাবেলা ও পবিত্র রমজান উপলক্ষ্যে উত্তরা সাংবাদিক ফোরামের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের সময় এই দাবি করেন। তিনি বলেন প্রানঘাতী করোনা ভাইরাসের হাত থেকে দেশবাশীকে বাঁচাতে সরকার ইতিমধ্যে নানা কর্মসুচী নিয়েছে এবং দেশবাশীকে ঘরে থাকার নির্দেশ দিয়ে কোটি কোটি দুস্থ ,গরিব ও অসহায় মানুষের জন্য ত্রান তৎপরতা চালাচ্ছেন। প্রতিদিন আক্রান্ত হচ্ছে চিকিৎসক,নার্সসহ স্বাস্থকর্মী,পুলিশ, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তারা।
প্রানঘাতী করোনা ভাইরাসে এই পর্যন্ত প্রায় ১৮ সংবাদকর্মী আক্রান্ত হলেও শত প্রতিকুলতার মধ্য দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছে। করোনা ভাইরাসের কারনে অনেক মিডিয়ার কর্তৃপক্ষ সংবাদকর্মীদের বেতন-ভাতা দিতে পারছেননা। এমন পরিস্থিতিতে পরিবার পরিজন নিয়ে অনেক সাংবাদিক অসহায় জীবন যাপন করছেন। তাদের পরিবার পরিজনকে বাঁচানো সরকারেই দায়িত্ব। তাই মাননীয় প্রধান মন্ত্রীর নিকট সারা দেশের সাংবাদিক সংগঠনগুলোর মাধ্যমে সংবাদ কর্মীদেকে বিশেষ প্রনোদনার ব্যবস্থা করার জোর দাবি জানান এই সাংবাদিক নেতা।