জ্যাকশন মাইকেল রোজারিও,কালীগঞ্জ: নতুন করে ১৪ জন সহ কালীগঞ্জে ৮৯ জন করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। জানা যায় গাজীপুরের কালীগঞ্জ থেকে গত ১৯ ও ২০ এপ্রিলে করোনা সন্দেহে রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর বৃহস্পতিবার দুপুরে পজিটিভ রিপোর্ট আসে১৪ জনের। এ নিয়ে কালীগঞ্জে মোট করোনায় আক্রান্ত ৮৯ জন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: ছাদেকুর রহমান আকন্দ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ছাদেকুর রহমান জানান, গত ১৯ ও ২০ এপ্রিল করোনা সন্দেহে রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর বৃহস্পতিবার দুপুরে ১৪ জনের পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্যে কালীগঞ্জ পৌরসভার ১৩ জন ও জামালপুর ইউনিয়নের ১ জন। গত ১৯ এপ্রিল পর্যন্ত উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৭৫ জন। বৃহস্পতিবারের ১৪ জন নিয়ে কালীগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা মোট ৮৯ জন। তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানোর কাজ অব্যাহত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শিবলী সাদিক জানান, উপজেলায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ জন এবং আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইন করে তাদের বাড়িতে সতর্কতামূলক লাল নিশান টানিয়ে দেয়ার কাজ চলছে।