করোনাভাইরাসের সংক্রমন রোধে বন্ধ থাকা রাজধানীর বাণিজ্য-বিতান ও শপিংমল আগামী ১ মে থেকে খুলে দেয়ার দাবি জানিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। মঙ্গলবার বাণিজ্যমন্ত্রীর কাছে দেয়া এক চিঠিতে এ দাবি জানানো হয়।
সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফুল রহমন টিপু স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ইতিমধ্যে দেশের বিভিন্ন পোশাক কারখানা ও বিভিন্ন পাইকারি বাজার খুলে দেয়া হয়েছে। এমন অবস্থায়, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বিনিয়োগ টিকিয়ে রাখার জন্য সরকারের সব ধরনের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে আগামী ১লা মে থেকে ঢাকা মহানগরের সব বাণিজ্যিক বিতান ও শপিংমল দিনের একটি নির্দিষ্ট সময়ের জন্য খুলে দেয়ার অনুমতি চেয়েছে সংগঠনটি।
এর আগে গত সোমবার বাণিজ্যমন্ত্রীকে একই দাবিতে চিঠি দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।