রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ১২:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

বেসরকারি হাসপাতালে ৩৫০০ টাকায় করোনা পরীক্ষা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ১৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশে ভয়াবহ আকার ধারণ করা করোনাভাইরাসের পরীক্ষার পরিধি বাড়াতে ঢাকার যে তিনটি বেসরকারি হাসপাতালকে টেস্টের অনুমতি দিয়েছে এর ফিও নির্ধারণ করে দিয়েছে সরকার। করোনা পরীক্ষার জন্য সাড়ে তিন হাজার টাকার বেশি ফি নিতে পারবে না হাসপাতালগুলো।

হাসপাতাল তিনটি হলো— এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলো হাসপাতাল), স্কয়ার হাসপাতাল ও ইউনাইটেড হাসপাতাল।
এর বাইরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশের প্রথম বেসরকারি পিসিআর ল্যাবেও নমুনা পরীক্ষার অনুমতি দিয়েছে সরকার। তবে সেখানে কোনো টাকা খরচ করতে হবে না।

বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে একথা জানানো হয়।

জানা গেছে, তিনটি হাসপাতাল কেবল নমুনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিটের দাম রাখবে। সাধারণত এই কিটের দাম দুই হাজার ৫০০ থেকে দুই হাজার ৮০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়া আরও কিছু সেটআপের জন্য খরচ হয়ে থাকে। এজন্য সব মিলিয়ে পরীক্ষার খরচ সাড়ে তিন হাজার টাকা ঠিক করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর নারায়ণগঞ্জের ল্যাবটির যাবতীয় ব্যয়ভার বহন করবে গাজী গ্রুপ।

এর আগে দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলেন, ‘তারা যে নমুনা পরীক্ষা করবে আমরা তা আগামীকাল থেকে অথবা যখন তারা কাজ শুরু করবে তখন থেকে হিসাবে যুক্ত করব।’

তিনটি হাসপাতালকে বাইরের রোগীর নমুনা পরীক্ষার অনুমতি না দেয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রে ফলোআপে সমস্যা হতে পারে, সে কারণে তাদের এখনো তাদের আউটডোর পেশেন্টের নমুনা পরীক্ষার অনুমতি দেয়া হয়নি।’

নাসিমা সুলতানা বলেন, ‘নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেসরকারিভাবে ব্যক্তি উদ্যোগে গাজী গ্রুপ কোভিড-১৯ পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। ইউএসএ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবটি স্থাপন করা হয়েছে।’

দেশে সব মিলিয়ে এখন ২৯টি মেডিকেল প্রতিষ্ঠানে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ব্যবস্থা হলো।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৬৪১ জন। আর মারা গেছেন আটজন। দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ব্যক্তির করোনা পরীক্ষা হয়েছে এবং এতে সর্বোচ্চ রোগী শনাক্ত হলো। এর মধ্য দিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা সাত হাজার ছাড়াল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com