শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

আরব আমিরাতকে চাল-সবজি-ফল উপহার দিল বাংলাদেশ

  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২০
  • ১৮৯ বার পঠিত

 

নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেশটির রাষ্ট্রপ্রধান ও মন্ত্রীদের জন্য এই উপহার পাঠানো হয়েছে।

খাদ্য সামগ্রীগুলোর মধ্যে রয়েছে- চিকন সুগন্ধি চাল (বাংলামতী), তরমুজ, আনারস, ঢেঁড়স, আলু, কুমড়া, শসা।

শুক্রবার (০১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইতিহাদ এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটের মাধ্যমে এই উপহার পাঠানো হয়।

সংযুক্ত আরব আমিরাতকে দেওয়া খাদ্য সামগ্রীগুলোর মধ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই) বাংলামতী চাল সরবরাহ করেছে এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের নির্দেশনায় কৃষি মন্ত্রণালয় তাজা শাক-সবজির ব্যবস্থা করেছে।

এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ২০২০ সালের জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহায়ানের সঙ্গে বৈঠকে খাদ্য উৎপাদন নিয়ে কৃষিক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতির কথা উল্লেখ করেন

পৃথক আরেক অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাত বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান শেখ হামাদবিন জায়েদ আল নাহায়ান ২০২০ সালের জানুয়ারিতে আবুধাবিতে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশ থেকে চাল আমদানির ইচ্ছা প্রকাশ করেছিলেন।

এদিকে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ প্রায় ৪০ টন তাজা শাকসবজি এবং মাংস একই ফ্লাইটে নিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com