জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ ব্লক চেইন অলিম্পিয়াড পুরস্কারের নতুন নাম হবে ‘অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড’। অলিম্পিয়াড কমিটির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।
রোববার (৩ মে) ডিজিটাল প্লাটফর্মে ‘ব্লক চেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২০’ শীর্ষক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ ব্লক চেইন অলিম্পিয়াডের উপদেষ্টা ছিলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত ব্লক চেইন অলিম্পিয়াডে অংশ নেওয়া বিজয়ী দলগুলোকে অভিনন্দন জানিয়ে দেশের শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন দ্বারা সমস্যাকে সুযোগে পরিণত করার আহ্বান জানান।
জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, অধ্যাপক কায়কোবাদ, অধ্যাপক সৈয়দ ড. ফরহাত আনোয়ার, আইসিটি সচিব এন এম জিয়াউল আলম, কম্পট্রলার অ্যান্ড অডিটর জেনারেল মুসলিম চৌধুরী, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ‘জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তার মতো সৎ, দেশপ্রেমিক মানুষ কমই দেখা যায়। তার অনুপ্রেরণা ও উৎসাহ আমাদের স্বপ্ন দেখাতো।